শিরোনাম
বান্দরবান হবে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা : বীর বাহাদুর
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ১৮:২৪
বান্দরবান হবে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা : বীর বাহাদুর
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদানে গত কয়েক বছরে বান্দরবানে যোগাযোগ, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। বর্তমানেও হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে আগামী কয়েক বছরের মধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে বান্দরবান হবে শ্রেষ্ঠ জেলা।


মঙ্গলবার দুপুরে উপজেলার আজিজনগর ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন কোম্পানির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় উপ-সচিব হারুনর রশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউচার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ বিশেষ অতিথি ছিলেন।


এর আগে আজিজনগর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, কেন্দ্রীয় জামে মসজিদের সীমানা প্রাচীর, চিউনীপাড়া ক্যাম্প বাজার মসজিদ, ইউনিয়ন পরিষদ হতে তেলুনিয়া পাড়া পর্যন্ত রাস্তা, দুর্গা মন্দিরের নাট মন্দির, হেডম্যান পাড়া যুবক যুবতী ক্লাব ঘর, চাম্বি কলেজ, কারবারী পাড়া গির্জা, চাম্বী হেডম্যান মারমা পাড়া সেবা ঘর, চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজে উঠার সিঁড়ির উদ্বোধন, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামপুর বি আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর, গ্রোথ স্টোর আজিজনগর চাম্বি মফিজ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।


বিাবর্তা/আরমান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com