শিরোনাম
রংপুরে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির দায়ে আটক ৩
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২০, ১৮:০৯
রংপুরে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির দায়ে আটক ৩
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর নগরীর আলম নগর রবার্টসনগঞ্জ এলাকা থেকে ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে পাচারকালে তিনজনকে আটক করেছে পুলিশ।


এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তিন আসামিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে। একইসঙ্গে ওএমএস ডিলার মমিনের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে।


ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা জানান, সরকারি খাদ্য গুদাম থেকে খোলা বাজারে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রি করার জন্য পাচারকালে নগরীর আলমনগর রবার্টসনগঞ্জ এলাকায় ৪৯ বস্তা চাল আটক করে এলাকাবাসী।


খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন আসামি আসলাম, আশফাক ও ইসলাম বাবুকে দোষী সাব্যস্ত করে ৫৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া ডিলার মমিন উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার আদেশ দেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com