শিরোনাম
ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২০, ২০:৪১
ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম শুক্রবার (২৩ অক্টোবর) থেকে টানা পাঁচদিন বন্ধ থাকবে।

বুধবার (২৮ অক্টোবর) থেকে আবারো যথারীতি শুরু হবে বন্দরের আমাদানি-রফতানি কার্যক্রম।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি তিনদিনের সঙ্গে তাদের সাপ্তাহিক ছুটি রবিবার ও বাংলাদেশের সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় তারা পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, আমাদের একটি পত্রের মাধ্যমে এ কথা জানিয়েছেন ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়দেব সরকার।

তিনি আরো জানান, ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে কার্যত ভোমরা বন্দরেরও আমাদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২৮ অক্টোবর থেকে আবারো যথারীতি আমাদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com