শিরোনাম
পঞ্চগড়ে নারী ও শিশু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০২০, ২১:২৫
পঞ্চগড়ে নারী ও শিশু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন।


এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মুছা কালিমুল্লাহ প্রধান, মোজাহার আলী, জ্যেষ্ঠ সাংবাদিক এসএ মাহমুদ সেলিম বক্তব্য দেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার তোফায়েল আহমদ।


কর্মশালায় শিশু ও নারীর সাথে জীবন তথ্য, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, শিশুর মানসিক স্বাস্থ্য জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর
ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে ধারণা দেয়া হয়।


দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত নারী ইউপি সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ ৪০ জন অংশ নেয়।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com