শিরোনাম
দৌলতপুরে কর্মহীন জেলেদের মাঝে চাল বিতরণ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ১৯:৩৪
দৌলতপুরে কর্মহীন জেলেদের মাঝে চাল বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ আহরণে বিরত থাকা কর্মহীন জেলেদের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।


বুধবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদে মরিচা ইউনিয়নের কর্মহীন ১৯৪ জন জেলেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।


মরিচা ইউপি চেয়ারম্যান শাহ আলমগীরের উপস্থিতিতে দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান উপস্থিত জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে ফিলিপনগর ইউনিয়নের কর্মহীন তালিকাভুক্ত ১০০ জন জেলে, রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৯৬ জন জেলে এবং চিলমারী ইউনিয়নের ১৪০ জন জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান জানিয়েছেন।


উল্লেখ্য, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম। তাই এই সময় মা ইলিশ সংরক্ষণে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। এরফলে পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলেদের এ খাদ্য সহায়তার আওতায় আনা হয়।


বিাবর্তা/শরীফুল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com