শিরোনাম
টাঙ্গাইলে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ১৯:২০
টাঙ্গাইলে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।


বুধবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এই অভিযান পরিচালিত হয়। এসময় মহাসড়কের পাশে অবৈধভাব গড়ে উঠা কমপক্ষে ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।


এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে জনসাধারণ, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনার লক্ষ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা হয়েছে।


এছাড়াও মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি, নচিমন, করিমন, ইজিবাইক ও রিক্সা মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/তোফাজ্জল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com