শিরোনাম
টাঙ্গাইলে কলেজে এডহক নিয়োগের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৮:২৩
টাঙ্গাইলে কলেজে এডহক নিয়োগের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে আত্তীকরণ না করে কলেজ সরকারি করণের তারিখে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্ত করে আগী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করা হয়েছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের আদালত প্রাঙ্গনে জেলা সরকারি কলেজ সমিতি এ কর্মসূচির আয়োজন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মো. জামিল হোসেন, ডাঃ আব্দুল জলিল, মো. শহীদুল্লাহ, মীর ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি সকলের পাশে থেকে দেশের উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রী সরকারি কলেজ শিক্ষক সমিতির দাবি গুলো মেনে নিবেন এমন প্রত্যাশা করেন বক্তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।


বিবার্তা/তোফাজ্জল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com