শিরোনাম
পঞ্চগড়ে ছাগলের পিপিআর রোগের টিকা উদ্বোধন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১৬:৪৪
পঞ্চগড়ে ছাগলের পিপিআর রোগের টিকা উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাণিসম্পদ অধিদফতরের 'পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প' এর আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) সকালে তেঁতুলিয়া সিদ্দিকনগর দাখির মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় পিপিআর টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডাঃ আব্দুল জব্বার শিকদার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী সামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।


এসময় অতিথিরা বলেন, সারাদেশে ছাগল ভেড়ার পিপিআর একটি মারাত্মক রোগ। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বাংলাদেশ প্রচুর ছাগল ভেড়া মারা যায়। এতে প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সারাদেশে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল করার লক্ষে টিকা আবিষ্কার করা হয়েছে। যা আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের ঘোষণার মধ্যে দিয়ে সারাদেশে শুরু হলো পিপিআর রোগের টিকাদান কর্মসূচি।


টিকাদান কর্মূসূচির উদ্বোধনের প্রথম দিনে তেঁতুলিয়া উপজেলায় ৬৩টি ভ্যাকসিনেশন ক্যাম্পে ২২ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর টিকার প্রদান করা হয় এবং পরবর্তীতে দেশের ৬৪ জেলার ৪৯২ টি উপজেলায় পর্যাক্রমে এ টিকাদান কার্যক্রম বাস্তবায় করা হবে।


বিবার্তা/গোফরান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com