শিরোনাম
বরিশালে ইলিশ প্রজনন অভিযানের উদ্বোধন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ১১:৪৩
বরিশালে ইলিশ প্রজনন অভিযানের উদ্বোধন
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালে প্রজনন ইলিশ সংরক্ষন অভিযানের উদ্বোধন করা হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরীর কীর্তনখোলা নদী তীরবর্তী ডিসি ঘাট এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। উদ্বোধনী কর্মসুচীতে কীর্তনখোলা নদীতে স্পীড বোডে মহড়া চালানো হয়।


উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, মা ইলিশ সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। তাই ২২ দিনের প্রজনন ইলিশ সংরক্ষন অভিযানে নৌ-পুলিশ, কোষ্টগার্ড, র‌্যাব, পুলিশ, মৎস অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে নদী ও বাজারে অভিযান চালাবে। এসময় ইলিশ ধরা, সংরক্ষন, বাজারজাতের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।


তিনি আরো বলেন, ইলিশ ধরা বন্ধের দিনগুলোতে মৎস অধিদফতর থেকে পাঠানো জেলেদের সহায়তা পৌছে দেয়া হয়েছে এবং এই ব্যবস্থা পর্যায়ক্রমে চলবে।


জেলা মৎস জেলা কর্মকর্তা আবু সাইদ বলেন, আমাদের প্রজনন ইলিশ সংরক্ষন অভিযান চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এসময় ইলিশ সংরক্ষন অভিযানে দায়িত্বরত কোনো কর্মকর্তার অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।


বিবার্তা/জসিম/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com