শিরোনাম
জলঢাকায় ভূয়া ডিবি পুলিশ আটক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ০৮:৪৪
জলঢাকায় ভূয়া ডিবি পুলিশ আটক
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারীর জলঢাকায় এক ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ।


মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কৈমারী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হাকিম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার ছলেমান আলীর ছেলে।


পুলিশ জানায়, কৈমারী বাজারে ব্যবসায়ী আল আমিনের দোকানে মালামাল কেনার জন্যে তিনজন মোটরসাইকেলযোগে আসেন। এর মধ্যে একজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জিনিসপত্র চান এবং সেগুলোর মেয়াদ আছে কিনা দেখার জন্য দোকানের ভেতরে প্রবেশ করেন।


একপর্যায়ে দোকানের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করতে গেলে দোকান মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। তবে অবস্থা বেগতিক দেখে বাকি দুজন পালিয়ে যায়।


বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পরিচয় দেয়া আব্দুল হাকিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য দুজনের নাম পাওয়া গেছে।


বিবার্তা/সুজন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com