শিরোনাম
হিলিতে বেড়েছে আলুর দাম
প্রকাশ : ১২ অক্টোবর ২০২০, ২১:২৪
হিলিতে বেড়েছে আলুর দাম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির সবজি বাজারে আলুর দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। প্রকারভেদে ২ দিন আগে যে আলুর দাম বাজারে ছিলো ৩৫ টাকা, তা এখন বিক্রি হচ্ছে কেজিতে ৪৫ টাকা দরে। কয়েক দিনের টানা বর্ষার কারণে আগাম আলুর চাষ এক মাস পিছিয়ে যাবে বলে জানিয়েছেন কৃষকেরা। এদিকে হিলি বাজারের আলু ব্যবসায়ীরা বলছেন, আলুর দাম বৃদ্ধি করে দিয়েছে কোল্ডস্টোরের ব্যবসায়ীরা।


সোমবার (১২ অক্টোবর) হিলির সবজি বাজার ঘুরে জানা গেছে, গত শুক্রবার ব্যবসায়ীরা ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে আলু বিক্রি করেছে। আর দুইদিনের ব্যবধানে আজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা প্রতি কেজি দরে। গত ২দিন আগে ৩৫ টাকা দরে আলু কিনে তা বিক্রি করেছে ৩৬ থেকে ৩৮ টাকা, আজ ৪০ থেকে ৪২ টাকা দরে প্রতি কেজি কিনে তা খুচরা বাজারে বিক্রি করছে ৪৫ টাকা দরে।


হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মিঠু মিয়া বলেন, হঠাৎ আলুর দাম বেড়েছে। ক্রেতাদের সাথে অনেক কথা বলতে হচ্ছে। ৪২ টাকা দরে আলু কিনে তা ৪৫ টাকা দরে বিক্রি করছি।


বাজারে আলু কিনতে আসা লুৎফর রহমান বলেন, রাতারাতি বাজারে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আজ আবার দেখছি আলুর দাম ৪৫ টাকা। দিন দিন আলুর দাম বাড়লে আমরা কিভাবে চলবো।


একজন রিকশা চালক বলেন, অন্যান্য বারের চেয়ে এবছর আলুর দাম অনেক বাড়ছে। সবজি বাজারে এখন আসলে দাম শুনে মাথা ঘুরে উঠে।


হিলি বাজারের পাইকারী আলুর ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, বর্ষায় এবছর দেশে বিভিন্ন এলাকায় বন্যা হওয়ার কারণে আগাম (নতুন) আলুর চাষ ১মাস পিছিয়ে যাবে। আর এই জন্য আলুর দাম বাড়িয়ে কোল্ডস্টোর ব্যবসায়ীরা।


বিবার্তা/রব্বানী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com