শিরোনাম
কুড়িগ্রামে ৪৯৮ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ১৭:২৮
কুড়িগ্রামে ৪৯৮ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ৯ উপজেলায় ৪৯৮ টি মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। কুড়িগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (০২ অক্টোবর) সকালে জেলা পরিষদ মার্কেটের জেলা পুজা উদযাপন পরিষদের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বৈশ্বিক করোনা মহামারির কারণে উৎসবমুখর না করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রতিটি মন্দিরে দর্শনার্থী ও ভক্তদের সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি জীবানু মুক্ত সামগ্রী ব্যবহারের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়। এবছর জেলার ৯ উপজেলায় ৪৯৮ টি মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান পুজার আয়োজকরা।


সভায় জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রবি বোস, পরিষদ নেতা সুনিল চন্দ্র বর্মন, শ্যামল ভৌমিক, অসীম কুমার সরকার, চন্দনা রানী সরকার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকসি, সাধারণ সম্পাদক অলক সরকার, রাম কৃঞ্চ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চাক্রর্বতী, পুজা উদযাপন পরিষদ ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি স্বপন সাহা, নাগেশ্বেরী শাখার সভাপতি গোপিনাথ রায়, ফুলবাড়ি শাখার সভাপতি কার্তিক সরকার, রাজারহাট শাখার সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার, চিলমারী শাখায় সভাপতি ডা. সলিল র্বমন, উলিপুর শাখার সাধারণ সম্পাদক নারায়ন বর্মন, সদর উপজেলা শাখার সভাপতি সুধীর রায়, কুড়িগ্রাম পৌর শাখার সভাপতি ডা. দীনেশ সেন, সদর উপজলো দক্ষিন পাড়া পুজা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা পিন্টু প্রমুখ।


বিবার্ত/সৌরভ/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com