শিরোনাম
দুই রাইস মিলে তিন হাজার মে. টন ধানের অবৈধ মজুদ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ২১:৪৫
দুই রাইস মিলে তিন হাজার মে. টন ধানের অবৈধ মজুদ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অবৈধভাবে অতিরিক্ত ধান মজুদ রাখার অপরাধে দিনাজপুরে অটোরাইস মিলের দুই মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত দিনাজপুর শহরের বাণিজ্যিক এলাকা পুলহাট খোয়ারের মোড়ে 'হৃদয় অটোমেটিক রাইস মিল' এবং সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ এলাকার 'ব্লুবেল অটোমেটিক রাইস মিল' দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মাগফুরুল হাসান আব্বাসী র‌্যাবের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


এ সময় হৃদয় অটোমেটিক রাইস মিলে ৬৫০ টন ধান মজুদ রাখার অপরাধে ৩০ হাজার এবং ব্লুবেল অটোমেটিক রাইস মিলে ২ হাজার ৭০০ মেট্রিক টন ধান মজুদ রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশ্রাফুজ্জামান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শাহী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com