শিরোনাম
দৌলতপুর সীমান্তে ফেনসিডিল ও মদ উদ্ধার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮
দৌলতপুর সীমান্তে ফেনসিডিল ও মদ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৩৫বোতল ফেনসিডিল ও ২২ বোতল মদ উদ্ধার হয়েছে।


রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ও শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি’র টহল দল রবিবার দুপুর দুপুর আড়াইটার দিকে সীমান্ত সংলগ্ন জামালপুর কান্দিরপাড়া মাঠে অভিযান চালিয়ে ২২ বোতল বেষ্ট টেষ্টি মদ উদ্ধার করেছে।


অপরদিকে চরচিলমারী বিওপি’র টহল দল শনিবার দিবাগত রাত ২টার দিকে ডিগ্রিরচর মাঠে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com