শিরোনাম
সাভারে হোটেল-রেষ্টুরেন্টে অভিযানে তিন লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬
সাভারে হোটেল-রেষ্টুরেন্টে অভিযানে তিন লাখ টাকা জরিমানা
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ওইসব বিভিন্ন হোটেলের মালিকদের নগদ দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।


সাভার উপজেলার বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।


সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন,সাভারের বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে এক শ্রেণীর প্রতারক সরকারী নিবন্ধন ও লাইসেন্স না নিয়ে হোটেল ব্যবসা করে আসছিলো।


পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আগামী সাত দিনের মধ্যে এসব হোটেল ও রেষ্টুরেন্ট মালিকদের লাইনেন্স নবায়ণ করারও নির্দেশ দেন।


এলাকাবাসী বলছে ,সাভারের বিভিন্ন হোটেলের মালিকরা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুখরোচক বিভিন্ন খাবার রান্না করে বিক্রি করে আসছিলো মানুষের মাঝে। অনেক সময় এসব খাবার খেয়ে মানুষজন নানা রোগে ভুগছিলেন। এসব হোটেল ও রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com