শিরোনাম
কুমিল্লার পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরেছে
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫
কুমিল্লার পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরেছে
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অস্থির পেঁয়াজের বাজারের লাগাম টেনে ধরেছে প্রশাসন। ফলে স্বস্তি ফিরেছে কুমিল্লার পেঁয়াজের বাজারে। স্টক করা পেঁয়াজ এখন কেজিতে ২/৩ টাকা কম দামে বিক্রি করা হচ্ছে। বৃহস্প্রতিবার কুমিল্লা জেলা প্রশাসনের অভিযানে এমনই চিত্র ফুটে উঠেছে।


সকাল ৮ টায় সরেজমিনে চকবাজারের তেরীপট্টিতে ঘুরে ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, খুচরা বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ টাকা দরে। তবে কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৬১-৬২ টাকা দরে। বাজার ঘুরে দেখা যায়, স্টকে রাখা পেঁয়াজ পচন শুরু হয়েছে। তাই অনেক পাইকার সর্বনিম্ন ৪৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন। তবে পেঁয়াজের ক্রেতা শূন্য বাজার ছিল লক্ষণীয়।


তবে এমন অবস্থাতেও কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম আরা বাজারে পেঁয়াজের দাম নিয়ে তদারকি অভিযান পরিচালনা করেন।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম আরা জানান, গত দুদিন কুমিল্লার প্রায় সবকয়টি বাজারে অভিযান পরিচালনা করি। বর্তমানে পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। কোনো কোনো পাইকার কেজি প্রতি ১/২ টাকা কমেই পেঁয়াজ বিক্রি করছেন। তবে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার মতো কোনো অভিযোগ পাইনি। যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


অভিযানে উপস্থিত ছিলেন, চকবাজার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলী আশরাফ, কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, দোকান মালিক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান বিপু ও শাহাদাৎ হোসেন সুমন। এছাড়া অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com