শিরোনাম
ফেনীতে সেবা নার্সিং হোম সিলগালা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫
ফেনীতে সেবা নার্সিং হোম সিলগালা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেই চিকিৎসক কিংবা নার্স। লাইসেন্সটিও মেয়াদোত্তীর্ণ। শুধু তাই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে অপারেশনটি থিয়েটারটিও। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। নারকোটিক লাইসেন্স না থাকা এমনকি করোনাকালীন স্বাস্থ্যবিধির বালাই নেই। এভাবেই চলছে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সেবা নার্সিং হোম। বুধবার আকস্মিক অভিযানে গিয়ে এমন চিত্র দেখতে পান জেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শন টিম।


স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, স্বাস্থ্য সেবার নামে নার্সিং হোমের এমন পরিস্থিতি দেখে বিস্মিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা ও নার্সিং হোমটি সীলগালা করে দেয়ার সিদ্ধান্ত দেন। চিকিৎসাধীন থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেধে দেন।


অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: শরফুদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। তিনি জানান, সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসাইন দিগন্তের নির্দেশনায় ফেনী জেলার বেসরকারি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/সাব্বির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com