শিরোনাম
ধামইরহাটে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪১
ধামইরহাটে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ১১ টি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার বিশিষ্ট শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।


উদ্বোধন শেষে প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ এর রিজিওনাল ফিল্ড ডিরেক্টর অঞ্জলি জাসিন্তা কস্তা, বিরামপুর এপিসি’র ম্যানেজার কাজল এ দ্রং, ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম প্রমুখ।


বিবার্তা/বাকী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com