শিরোনাম
‘সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা’
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৩
‘সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা’
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষক ও ভোক্তার সমন্বয় করে চাল আমদানি নীতিমালা করেছে সরকার। যাতে করে ক্রেতারা সুলভ মূল্যে চাল ক্রয় করতে পারে।


রবিবার দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃংখলা মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


তিনি আরো বলেন, কোনো ব্যবসায়ী এই মহুর্তে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের চরম মূল্য দিতে হবে।


চালকল মালিকদের কঠোর হুশিয়ারী দিয়ে মন্ত্রী বলেন, গত মৌসুমে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি তাদের জন্যও থাকছে বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা।


সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী'র সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার ওসি আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার।


এ সময় সেখানে উপজেলা প্রশাসনের সকল অফিসার, সকল ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।


মিটিং শেষে ১০ জন রোগীকে এককালীন চেক প্রদান করেন খাদ্যমন্ত্রী।


এরপর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সভা এবং শেষে সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের চারতলা বিল্ডিংয়র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।


বিবার্তা/বাবু/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com