শিরোনাম
নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১২
নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৬ হাজার ৫৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ২৪৯ জন।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৩৯৭ জনের।


জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪ জনের। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৪৫ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৪ জন।


সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। আক্রান্ত হয়েছেন এক হাজার ৫০৪ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৪৬২ জন। বন্দর উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্ত হয়েছেন ২৮৬ জন এবং সুস্থ হয়েছেন ২৬৪ জন।


আড়াইহাজারে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৫৮৫ জন। রূপগঞ্জ উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬২ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২২৩ জন। সোনারগাঁয়ে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। আক্রান্ত হয়েছেন ৫৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৪১ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com