শিরোনাম
হিলিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩১
হিলিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হাকিমপুর (হিলি) পৌর সভার সামনে পৌরসভার কাউন্সিলার ও এলাকার সাধারণ মানুষদের মাঝে মহড়া দিয়ে দেখানো হয় আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এই বিষয় প্রশিক্ষণ ও মহড়া দেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার।


হিলি ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, আগুন লাগানোর আগে ও পড়ে সাধারণ জনগণের করণীয় এর ওপর জনগণকে সচেতন করতে প্রতি বছরে এই মাসে আমরা ৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই মহড়ার আয়োজন করে থাকি।


এসময় মহড়ায় হিলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের কর্মীরা ছাড়াও পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত ও কাউন্সিলরসহ এলাকার জনগণ অংশগ্রহণ করেন।


বিবার্তা/রব্বানী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com