শিরোনাম
ময়মনসিংহ পাওয়ার গ্রিডে ফের আগুন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪
ময়মনসিংহ পাওয়ার গ্রিডে ফের আগুন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে একদিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর থেকে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।


গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও টাঙ্গাইলসহ পাঁচটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।


৩৩ কেভি পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় দু'টি তদন্ত কমিটি করেছে পিডিবি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর একদিনের মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com