শিরোনাম
ঠাকুরগাঁওয়ে নার্সকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০৮
ঠাকুরগাঁওয়ে নার্সকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভিতরে এক নার্সকে উত্ত্যক্ত করায় পীরগঞ্জ উপজেলার এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।


সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) রাকিবুল আলম সদর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন।


এসময় জেলার পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের হাসান আলীর ছেলে আজিজুর রহমান (৩০)কে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হাসপাতালের নার্সকে ইভটিজিং (উত্ত্যক্ত) করার কথা স্বীকার করেন। পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা করেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।


উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, আজিজুর রহমানের সাথে ওই নার্সের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু পরবর্তীতে তার সাথে বিয়ে না হয়ে অন্যত্র সেই নার্সের বিয়ে হওয়ায় তাকে লাগাতার উত্ত্যক্ত করে যাচ্ছিল আজিজুর রহমান। একই ভাবে আজকেও তাকে উত্ত্যক্ত করার সময় তাকে আটক করা হয়।


ভবিষ্যতে এ ধরণের অপরাধমূলক কর্মকান্ড এড়াতে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/বিধান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com