শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা দিচ্ছে কুড়িগ্রাম বিএনপি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২০, ১৭:১৪
বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবা দিচ্ছে কুড়িগ্রাম বিএনপি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থতার শিকার মানুষকে বিএনপি’র পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কর্মসূচি’র উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, ‘আমরা এসেছি এখানকার মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দিতে। আজকে কয়েকটা ফ্লাইওভার হয় ঢাকায়। আরো কতো মেঘা প্রজেক্ট। এই মেঘা প্রজেক্টের টাকাতো যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। এইটাতে গ্রাম বাংলার কোনো উন্নতি হয়নি। একটা বন্যা হলে ক্ষেতের ফসল, গবাদিপশু, মানুষের ঘরবাড়ি সব নদীর পানিতে ভেসে যায়।’


জেলা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার দুপুর দুইটায় জেলা শহরের ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।


জেলা বিএনপি’র সিনিয়র সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা: রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।


বিবার্তা/সৌরভ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com