শিরোনাম
কেউ অন্ধকারে থাকবে না: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৬ আগস্ট ২০২০, ১৬:৪৪
কেউ অন্ধকারে থাকবে না: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, কেউ অন্ধকারে থাকবে না, যেখানে বিদ্যুতের খুঁটি যাবে, সেখানেই বিদ্যুতায়ন করা হবে। আর যেখানে বিদ্যুতের খুঁটি যাবে না, সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করবে সরকার। ইতিমধ্যে কুড়িগ্রাম জেরার রৌমারী ও রাজিবপুর উপজেলায় ৭০ শতাংশ বিদ্যুতায়ন করা হয়েছে।


প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের রৌমারীতে রবিবার দুপুর ১২টার দিকে নিজ এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছয়টি ইউনিয়নে ১ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৭২০ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৯টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন।


বিতরণকালে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রৌমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসান আক্তার বাবু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো.সুরুজ্জামান, যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ।


বিবার্তা/সৌরভ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com