
মুন্সীগঞ্জ সদরের উত্তর গোহেরকান্দি গ্রামে পুকুরে নৌকা ডুবে মারা গেছেন তিনজন। এলাকাবাসী জানান, গোহেরকান্দি গ্রামের শুক্রবার দুপুরে তোফাজ্জল মিয়ার ছেলে আরাফাতের সুন্নতে খৎনা অনুষ্ঠানে ঢাকা থেকে যোগ দিতে আসেন তোফাজ্জলের দুই বোনের মেয়ে তন্দ্রা ও হাফসা।
পরে বিকেলে পাশের একটি পুকুরে থাকা নৌকায় বেশ কয়েকজন উঠে কিছুটা দূরে গেলে নৌকাটি উল্টে যায়। সাঁতার না জানায়, আরাফাত, তন্দ্রা ও হাফসা পানিতে ডুবে যায়। স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত্য ঘোষণা করেন।
বিবার্তা/মুন্না/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]