শিরোনাম
দিনাজপুরে পুলিশ স্বাস্থ্যকর্মীসহ করোনায় আরো আক্রান্ত ৪৩
প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ২১:৫১
দিনাজপুরে পুলিশ স্বাস্থ্যকর্মীসহ করোনায় আরো আক্রান্ত ৪৩
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে পুলিশ, ব্যাংকার ও স্বাস্থ্যকর্মীসহ ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ২ হাজার ৪০২ জন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩৫ জনের। আজ ২৯ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬১ জন।


দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজর পিসিআর ল্যাবে জেলার ১৪৬টি নমুনা পরীক্ষা করা হলে ৪৩টি রিপোর্ট পজেটিভ এসেছে।


এর মধ্যে দিনাজপুর পুলিশ লাইনস এর পুলিশ রেশমা তারা (২৯), গোবিন্দ চন্দ্র (৪৯), শহিদুল ইসলাম (৩৩) ও ইদ্রিস আলী (৩৩), দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী রায়হান আলী (২২), পার্বতীপুর সোনালী ব্যাংক শাখার স্টাফ গোলাম কবীর (৩৯) এবং দিনাজপুর জেলারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নান (৩৫) রয়েছে।


উপজেলা অনুযায়ী সদরে ২৮ জন, বিরামপুরে ছয়জন, পার্বতীপুরে চারজন, বিরলে চারজন, চিরিরবন্দরে দুইজন এবং ফুলবাড়ীতে একজন রয়েছে।


বিবার্তা/শাহী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com