শিরোনাম
গোপালগঞ্জে করোনা শনাক্ত ২ হাজার ছাড়ালো
প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১১:১৩
গোপালগঞ্জে করোনা শনাক্ত ২ হাজার ছাড়ালো
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯ জনে।


বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।


সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, কাশিয়ানী উপজেলায় ৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৭ জন, কোটালীপাড়া উপজেলায় ৬ জন ও মুকসুদপুর উপজেলায় ৪ জন রয়েছেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকীদের মধ্যে ১ হাজার ৫৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। বিভিন্ন হাসপাতাল আইসোলেশন ওয়ার্ড ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন ৩৯১ জন।


মোট করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭১৮ জন, কাশিয়ানী উপজেলায় ৩৪৭ জন, কোটালীপাড়া উপজেলায় ৩৩৭ জন, মুকসুদপুর উপজেলায় ৩১৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৯৩ জন রয়েছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com