শিরোনাম
ঝিনাইদহে গণপরিবহনে পুলিশের অভিযান
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৭:৪৮
ঝিনাইদহে গণপরিবহনে পুলিশের অভিযান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ।


বুধবার সকালে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদের প্রথমবারের মতো সাবধান করা হয়। এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন।


তিনি বলেন, গণপরিবহণে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না এমন অভিযোগে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


বিবার্তা/কোরবান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com