শিরোনাম
ধামরাইয়ে ত্রাণসহ ইউপি চেয়ারম্যান আটক
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১০:২৫
ধামরাইয়ে ত্রাণসহ ইউপি চেয়ারম্যান আটক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে বাজারে বিক্রি করার জন্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজুকে (৬০) আটক করেছে র‌্যাব-৪।


বুধবার (১২ আগস্ট) ভোর রাতে ধামরাইয়ের আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাভার নবীনগর র‌্যাব। আটক ইউপি চেয়ারম্যান ধামরাইয়ে আমছিমোড় এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।


র‌্যাব-৪ জানায় ধামরাই যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ করে ছিলেন। সেগুলো বিক্রি করার উদ্দেশ্যেই তিনি মজুদ করেছিলেন।


পরে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ নেতৃত্বে ৩৫ বস্তা ত্রাণসামগ্রীসহ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করে। সকালে তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করে ধামরাই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।


বিবার্তা/শরীফুল/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com