শিরোনাম
বঙ্গমাতার জন্মদিনে ঠাকুরগাঁওয়ে দুস্থ মহিলাদের সেলাই মেশিন প্রদান
প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৬:৫১
বঙ্গমাতার জন্মদিনে ঠাকুরগাঁওয়ে দুস্থ মহিলাদের সেলাই মেশিন প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে।


জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজের হলরুমে এ বিষয়ে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি তহমিনা আক্তার মোল্লা, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক দ্রৌপদী দেবী আগরওয়ালা ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: ওসমান গণি।


আলোচনা সভা শেষে সদর উপজেলার ছয়জন দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও জেলার চারটি উপজেলাও ছয়টি করে সেলাই মেশিন দেয়া হয় বলে জানান জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।


বিবার্তা/বিধান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com