শিরোনাম
সাতক্ষীরায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ করোনা শনাক্ত আরো ২০
প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৫:৫০
সাতক্ষীরায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ করোনা শনাক্ত আরো ২০
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো এক চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন।


শনিবার (০৮ আগস্ট) দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।


সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা থেকে মোট ৪ হাজার ১৩৪ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৭৯২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৫৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।


বিবার্তা/সেলিম/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com