শিরোনাম
রাণীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ১০:০১
রাণীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার (৬ আগষ্ট) এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ( ৩৭)।


জানা যায়, জাহাঙ্গীর দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা হলেন, সম্পদবাড়ি গ্রামের সাদের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৬), মজিবর রহমানের ছেলে আব্দুর রহিম (২৮), সাদের মোহামদ্দের ছেলে মজিবর রহমান (৬৫), মজিবর রহমানের ছেলে করিমুল (৩০), আব্বাস আলীর স্ত্রী বিজলী (৩৮), গোলাম রব্বানীর স্ত্রী সাবিনা (৩৫) ও আহম্মদ আলীর ছেলে মানেরুল (২৮)। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও মুশা মাস্টারের পক্ষের মধ্যে বসতবাড়ির ৮ শতাংশ জমিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে রাতে মুশা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানীকে (২২) গ্রেফতার করেছে।


বাকি আসামীদের মধ্যে ৮ জন পুলিশ পাহারায় (নজরদারিতে) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর পাঁচ আসামী পলাতক। রাতে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com