শিরোনাম
শ্রীবরদী-ভায়াডাঙ্গা-ঝিনাইগাতী সড়কে ধস, ভোগান্তি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ২১:১১
শ্রীবরদী-ভায়াডাঙ্গা-ঝিনাইগাতী সড়কে ধস, ভোগান্তি
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের শ্রীবরদী-ভায়াডাঙ্গা-ঝিনাইগাতী সড়কের ১২তম কি:মি:-এ সোমেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে শ্রীবরদী উপজেলার সাথে যানচলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন জনগণ।


বুধবার সকাল থেকে এ সেতুতে ছোট যানগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। এর ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এ দুই উপজেলার লক্ষাধিক মানুষ।


জানা যায়, সম্প্রতি সোমেশ্বরী নদীর প্রবল স্রোত আর গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ব্রিজের সংযোগ স্থলে ধস দেখা দেয়। ঝুঁকি নিয়ে সেতু দিয়ে ছোট ছোট গাড়ি চলাচল করছে। এরপরও ঈদ উপলক্ষে সেতুর সংযোগের ধস রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।


শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইজ্ঞিনিয়ার এ, কে, এম ফজলুল হক (চাঁন) এমপির কাছে এলাকাবাসী বিষয়টি নজরে এনে দ্রুত মেরামতের জোর দাবি জানিয়েছেন।


এ ব্যাপারে শেরপুর সড়ক ও জনপদ বিভাগ নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরিফুল আলম বলেন, বিষয়টি আমি নজরে নিয়ে খুব দ্রুত মেরামতের উদ্দ্যোগ গ্রহণ করছি।


বিবার্তা/আরিফুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com