
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ মো. ফরহাদ হোসেন শেখ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে দাবি র্যাবের।
মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরহাদ হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে।
র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, অস্ত্র বেচাকেনা হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপ্রসন্নদী গ্রামে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় অস্ত্র ব্যবসায়ী ফরহাদ হোসেন শেখকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ফরহাদ হোসেন শেখ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। অস্ত্রসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]