শিরোনাম
গৌরীপুরে চামড়া বাজারে ধ্বস, মাটিতে পুতে ফেলা হচ্ছে চামড়া
প্রকাশ : ০৪ আগস্ট ২০২০, ১৫:১৪
গৌরীপুরে চামড়া বাজারে ধ্বস, মাটিতে পুতে ফেলা হচ্ছে চামড়া
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর শনিবার (১ আগস্ট) ঈদের চামড়া বাজারে দামে ধ্বস নেমেছে। খাসি চামড়া’র কোন ক্রেতা নেই। তাই খাসির চামড়া পুতে ফেলা হচ্ছে মাটিতে। গরুর চামড়া বিক্রি হয়েছে ১শ থেকে ২শ টাকা। অনেক এলাকায় মৌসুমী চামড়া ব্যবসায়ী না যাওয়ায় মাটিতে পুঁতে ফেলতে হয়েছে গরুর চামড়া।


এদিকে রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আবুল হাসিমের ছেলে নেওয়াজ হোসেন জানান, বাড়িতে কেউ চামড়া কিনতে যায়নি। ফলে তিনি ৩টি গরুর চামড়া নিয়ে বাজারে আসেন। রিস্কা ভাড়া যাওয়া-আসা ৬শ টাকা। চামড়া বিক্রি করেছেন ৫২০টাকা। খাজনা (সরকারি টোল)
৬০টাকা।


তিনি আক্ষেপ করে বলেন, মাটিতে পুঁতে রাখলে ১৪০টাকা পকেট থেকে যেতো না। ২নং গৌরীপুর ইউনিয়নের মেসিডেঙ্গী গ্রামের মৌসুমী ব্যবসায়ী মোঃ কমল মিয়া ও বাচ্চু মিয়া জানান, ৫টি খাসির চামড়া এনেছে, কেউ কিনতে চায়নি। তাই ড্রেনে ফেলে দিয়েছি। ১ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ষাঁড়ের চামড়া বিক্রি হয়েছে ২৫০টাকায়। আর ৬টি চামড়া বিক্রি করা হয়েছে ১২শ টাকায়।


বেকারকান্দা গ্রামের আবুল কাসেম ও লিটন মিয়া জানান, ২৯টি চামড়া কিনে এনেছিলেন। এখন কেউ দাম বলে না।


বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে মৌসুমী চামড়া ব্যবসায়ী আবুল মিয়া জানান, দু’জনে ১৭টি চামড়া কিনে ছিলেন। তাদের লোকসান হয়েছে সাড়ে ৪হাজার টাকা। পৌর শহরের সতিশা গ্রামের আমজত আলী জানান, খাসির চামড়া মূল্য ছাড়াও কেউ নেয় না। আর গরুর চামড়া ২শ টাকায় কিনেছি।


অপরদিকে গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নের সিংহভাগ এলাকায় এবার মৌসুমী চামড়া ব্যবসায়ী যায়নি। দিনভর অপেক্ষা করে গরীবের চামড়া মাটিতে পুঁতে ফেলতে হয়েছে। রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের মরম আলী জানান, কেউ চামড়া নিতে আসেনি। পকেট থেকে গরীবদের আড়াইশ টাকা দিয়ে দিয়েছি। চামড়া মাটিতে পুঁতে ফেলেছি।


বিশ্বনাথপুর গ্রামের আবুল কাসেম জানান, খাসি’র চামড়া কেউ নেয়নি, মাটিতে পুঁতা ছাড়া উপায় ছিলো না।


চামড়া বাজারের সভাপতি আজিজুল ইসলাম রাঙা জানান, গত বছরের চেয়ে তিনভাগের একভাগ চামড়া বাজারে এসেছে। বাজারে চামড়া কিনতে দুর-দুরান্ত থেকে কোন পাইকার আসেনি। মৌসুমী ব্যবসায়ীরা এ কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। খাসির চামড়ার সরকারি ইজারা ৫টাকা । এক্ষেত্রে টোল ফ্রি করে দেয়ার পরও চামড়া বিক্রি করতে পারেনি কেউ


বিবার্তা/হুমায়ুন/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com