
পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রনি (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চেকুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রনি পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের লঠুয়াপাড়ার মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) মায়ের সঙ্গে চেকুপাড়ায় তার নানার বাড়ি আসে রনি। সোমবার দুপুরে সবার অজান্তে বাড়ি সামনে রাস্তায় গেলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতাহার আলী সিদ্দিক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]