শিরোনাম
পাবনায় বন্যার্তদের কোরবানির মাংস ও খাবার দিলো যুবলীগ
প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ১৫:৫৫
পাবনায় বন্যার্তদের কোরবানির মাংস ও খাবার দিলো যুবলীগ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে এবং পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির সার্বিক উৎসাহে বন্যাকবলিত এলাকায় কোরবানির মাংস ও খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলী সাদিক।


পবিত্র ঈদুল আজহার দিন পাবনার বেড়া উপজেলার যমুনা সংলগ্ন বিভিন্ন চরে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে কোরবানির গরু ও মহিষের মাংস এবং চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি।


জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলী সাদিক বলেন, মহামারি করোনা ও বন্যার কারণে চরাঞ্চলের মানুষ মানবেতর জীবন-যাপন করছে। এসকল অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করতে পবিত্র ঈদ উল আজহার নামায শেষ করে আমি এবং পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যরা ছুটে চলে যাই বন্যা কবলিত মানুষের পাশে।


এসময় যুবলীগ নেতা আসিফ ইকবাল জনি, শাকিল খান, ছাত্রলীগ নেতা শামসুদ্দীন জুন্নন, ডিজিটাল শামীমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/আকাশ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com