শিরোনাম
চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ ২৫ জনের করোনা
প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ০৯:৪১
চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ ২৫ জনের করোনা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে। সুস্থ হয়েছেন ২৯৭ জন ও মারা গেছেন ১০ জন।


রবিবার (২ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫৮ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর শহরের ১৮ জন, আলমডাঙ্গা উপজেলার চার জন ও দামুড়হুদা উপজেলার তিন জন রয়েছেন।


নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামও রয়েছেন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সিভিল সার্জন আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৫৪ জন ও হোম আইসোলেশনে ২৭৪ জন চিকিৎসা নিচ্ছেন।


উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com