শিরোনাম
রাশেদ কামাল হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ১৪:৫২
রাশেদ কামাল হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
ফটিকছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলায় এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে রাসেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার নানুপুর বাজারে এক বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতাকর্মী অংশ নেন।


নানুপুর ইউনিয়ন যুবলীগের আহবাক নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মোরশেদুল আলম, বাবর আলী, ফারুক রায়হান, কামাল পাশা বাদল, কৃষকলীগ নেতা গোলাম মাওলা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আফাজ উদ্দীন বাপ্পী, রাসেদ কামাল স্মৃতি সংসদের সভাপতি সগীর উদ্দীন আরিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নানুপুর ইউপি ছাত্রলীগের সভাপতি সোহেল চৌধুরী, মুহাম্মদ এনাম প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, রাসেদ কামালকে কারা হত্যা করেছে তা এখন আয়নার মত পরিষ্কার। হত্যাকারীরা যে দিবাস্বপ্ন দেখেছিল তা কখনো সফল হবে না। তারা ইতোমধ্যে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এরইমধ্যে রাসেদ কামাল হত্যাকাণ্ডে জড়িত ৭-৮জনকে পুলিশ গ্রেফতার করলেও মামলার এজাহারভুক্ত ও মূল আসামীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। অনতিবিলম্বে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদের গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।


প্রতিবাদ সভা শেষে রাসেদ কামাল হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকেরের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।


বিবার্তা/ফয়সাল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com