শিরোনাম
‘জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে’
প্রকাশ : ২৮ জুলাই ২০২০, ১৭:৫৫
‘জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে’
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম বলেছেন, সারাদেশে জঙ্গিদের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। তারা আর এ দেশে মাথা চারা দিয়ে উঠতে পারবে না। জঙ্গিরা যাতে কোনো ভাবেই সংগঠিত হতে না পারে, এ ব্যাপারে বরিশাল বিভাগের সকল জেলার পুলিশ সুপারদের ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইনস্থ কমপাউন্ডে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে আইন-শৃঙ্খলা ও জঙ্গিদের সংগঠিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জঙ্গিদের সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বত্র কঠোর নজরদারী করে যাচ্ছে, পুলিশ বাহিনী সামনে ওদের আর কিছু করার ক্ষমতা নেই।


মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এ শ্লোগান নিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনের মধ্যদিয়ে বরিশাল বিভাগের ছয় জেলা সহ বিভিন্ন উপজেলার থানা এলাকায় কমপক্ষে ১০ থেকে ১২ টি ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করার পাশাপাশি বরিশাল জেলার ১০ থানা এলাকা কমপাউন্ডে ২ হাজার ফলজ সহ ঔষধি চারা রোপন করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।


এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মহিউল ইসলাম (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল হক, সরদার ফরহাদ হোসেন সহ বিভিন্ন জেলার বিভিন্ন পুশিশ কর্মকর্তারা।


বিবার্তা/জসিম/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com