শিরোনাম
চমেকে পাওয়া যাবে বিদেশগামীদের করোনা সনদ
প্রকাশ : ২৮ জুলাই ২০২০, ০৮:৩৫
চমেকে পাওয়া যাবে বিদেশগামীদের করোনা সনদ
চমেক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিদেশ গমনেচ্ছু বাংলাদেশী যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) স্থাপিত ল্যাবরেটরিকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।


সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


চিঠিতে বলা হয়, বিদেশ গমনেচ্ছু বাংলাদেশী যাত্রীদের করোনামুক্তির সনদ প্রদানের জন্য সারাদেশে ১৭টি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছে। এসব হাসপাতাল ও প্রতিষ্ঠানের সঙ্গে চমেকে স্থাপিত ল্যাবরেটরিকে করোনামুক্তি সনদ প্রদানের জন্য নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হলো।


এতে আরো বলা হয়, এই মেডিকেল কলেজে সম্পন্নকৃত করোনামুক্তি সনদ দেশের সকল বিমানবন্দর-স্থলবন্দরে প্রদর্শনপূর্বক বিদেশভ্রমণের বিষয়ে অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com