শিরোনাম
সোনাগাজীতে ভিজিএফের চাল বিতরণ শুরু
প্রকাশ : ২৫ জুলাই ২০২০, ১১:২৯
সোনাগাজীতে ভিজিএফের চাল বিতরণ শুরু
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেনীর সোনাগাজীতে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।


সোনাগাজী পৌরসভায় ৪ হাজার ৬'শ হতদরিদ্র পরিবারের জন্য ৪৫ দশমিক ২৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ভিজিএফ কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।


শনিবার (২৫ জুলাই) সকালে সেনাগাজী পৌরসভা প্রাঙ্গণে উক্ত ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।


উদ্বোধনী অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্বরত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাজী শফিউল ইসলাম, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।


উদ্বোধন অনুষ্ঠানে মেয়র খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশের দায়িত্বভার থাকবে ততদিন দেশে খাদ্য ঘাটতি থাকবে না। চলমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দক্ষতার সাথে সবকিছু মোকাবেলা করেছেন তা নজিরবিহীন।


বিবার্তা/সাব্বির/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com