শিরোনাম
সিলেটে পাঁচ চিকিৎসকসহ আরো ৭৬ জনের করোনা শনাক্ত
প্রকাশ : ২৫ জুলাই ২০২০, ০৮:২৩
সিলেটে পাঁচ চিকিৎসকসহ আরো ৭৬ জনের করোনা শনাক্ত
সিলেট প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেটে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৭৬ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। আক্রান্তের তালিকায় কয়েকজন বিদেশযাত্রীও আছেন।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল এ তথ্য জানিয়ে বলেন, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার নমুনা পরীক্ষায় ৫২ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের দুজন ও হবিগঞ্জের দুই জন রয়েছেন।


ওসমানীতে শনাক্তদের মধ্যে পাঁচ চিকিৎসক রয়েছেন। তারা হলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফারিয়া বিনতে জামান, ডা. সালাহ উদ্দিন, ডা. সঞ্জিত গোয়ালা, ডা. অন্তিম হাসান ও ডা. আরাফাত জাহান।


এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ল্যাবে শুক্রবার ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, আক্রান্তদের মধ্যে ১৫ জন সিলেটের, ৯ জন সুনামগঞ্জের।


এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩২০ জন। এর মধ্যে সিলেটের ৩ হাজার ৯৩৫ জন, সুনামগঞ্জের ১ হাজার ৩৯০, মৌলভীবাজারের ৯০০ ও হবিগঞ্জের ১ হাজার ৯৫ জন রয়েছেন।


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।


শুক্রবার বিকেল পর্যন্ত এ বিভাগের ৩ হাজার ২০ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯৬৫, সুনামগঞ্জে এক হাজার ৪৩, হবিগঞ্জে ৫৪০, মৌলভীবাজারে ৪৭২ জন রয়েছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com