শিরোনাম
মাটিরাঙায় টিপু হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশ : ২৪ জুলাই ২০২০, ২১:১৪
মাটিরাঙায় টিপু হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির মাটিরাঙায় নিজের বাসা থেকে ডেকে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে মাটিরাঙায় বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।


শুক্রবার (২৪ জুলাই) বিকালের দিকে মাটিরাঙা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি সড়ক মোড়ে সমাবেশ করে।


পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম।


সমাবেশে বক্তারা বলেন, টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাÐের জন্য পাহাড়ে সন্ত্রাসের গডফাদারদের দায়ী করেন। আর কতো খুন-গুম হলে পাহাড়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হবে এমন প্রশ্ন করে তিনি অবিলম্ভে খুনীদের আইনের আওতায় আনার দাবি জানান।


প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে স্বজনের অসুস্থতার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তিন অজ্ঞাত উপজাতিয় যুবক। ডেকে নেয়ার দশ ঘন্টা পর দুপুর দেড়টার দিকে স্থানীয়রা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রীজের নীচে মরদেহ দেখে খবর দিলে নিরাপত্তা বাহিনী ও পুলিশ বেলা আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে।


বিবার্তা/মামুন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com