শিরোনাম
শেরপুরে ১৬৩ বস্তা চাল উদ্ধার, আটক ১
প্রকাশ : ২৪ জুলাই ২০২০, ১৪:২৫
শেরপুরে ১৬৩ বস্তা চাল উদ্ধার, আটক ১
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফ’র ১৬৩ বস্তা চাল উদ্ধারসহ ছাইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।


বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাতে অভিযান চালিয়ে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কাচারিপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাজারস্থ কাচারীপাড়া মহল্লার একটি ব্যক্তিগত গুদামঘরে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে ওই গুদাম থেকে বিক্রির জন্য সংরক্ষিত ভিজিএফ’র ১৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় ভিজিএফ’র চাল রাখার অপরাধে ব্যবসায়ী ছাইদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।


এছাড়াও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ব্যবসায়ী ইউনুছ আলী এন্ন (৫৫) ও হাদিউল ইসলাম (৪৫) নামে অপর দুজন পালিয়ে যায়।


অভিযানকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সঙ্গে ছিলেন। রাতেই বিশেষ ক্ষমতা আইনে তিনজনের নামে মামলা দিয়ে আটক ছায়েদুলকে পুলিশে হস্তান্তর করেছে র‌্যাব।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com