শিরোনাম
বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রকাশ : ২৩ জুলাই ২০২০, ১৯:২৯
বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সীমারপার ও মেষের চর এলাকায় বন্যার পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- মেষের চর এলাকার আক্তারুজ্জামানের ছেলে মাহিন (৬) ও সীমারপার এলাকায় তোফানু মিয়ার ছেলে সোহান (১০)।


বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আক্তার হোসেন জানান, মেষের চর এলাকায় দুপুর ২টার দিকে সমবয়সী বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় মাহিন। পরে এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে দুপুরে দিকে পৌরসভার সীমারপার এলাকায় বৃষ্টির পানি জমে থাকা ডুবায় পড়ে মারা যায় সোহান।


বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসম জামশেদ খোন্দকার জানান, পানিতে ডুবে মৃত ওই দুই শিশুর পরিবারকে তাৎক্ষণিক অনুদান হিসাবে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com