শিরোনাম
লামায় পাহাড়ি ঝিরি থেকে কৃষকের লাশ উদ্ধার
প্রকাশ : ২২ জুলাই ২০২০, ১২:৫৪
লামায় পাহাড়ি ঝিরি থেকে কৃষকের লাশ উদ্ধার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলার একটি পাহাড়ি ঝিরি থেকে থুইচিং মার্মা (৬০) নামের এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (২২ জুলাই) সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে বয়ে চলা লামা খালের চৌলুম ঝিরি নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। থুইচিং মার্মা গজালিয়া ইউনিয়নের কুলাইক্যা মার্মা পাড়ার বাসিন্দা মৃত মউলু কারবারীর ছেলে।


সূত্র জানায়, দীর্ঘদিন ধরে থুইচিং মার্মা চৌলুম ঝিরি এলাকার একটি মুরুং পাড়ায় বসবাসের পাশাপাশি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। তার কোন স্ত্রী সন্তান নেই। মঙ্গলবার দিনগত রাতের কোন এক সময় থুইচিং মার্মা লামা খাল পার হওয়ার সময় পানির স্রোতের টানে ভেসে যান।


পরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জনৈক নৌকার মাঝি খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন।


লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।


বিবার্তা/আরমান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com