শিরোনাম
টেকনাফে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার
প্রকাশ : ২২ জুলাই ২০২০, ০৯:৫০
টেকনাফে ৩৯ হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ থেকে ৩৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (২১ জুলাই) রাতে টেকনাফের মৌচনি এলাকার লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।


মো. ফয়সল হাসান খান জানান, ভোর রাতে গোপন সংবাদে র‌্যাব জানতে পারে হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল এমজি পোস্ট সংলগ্ন মোচনী লবণ মাঠ বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে প্রবেশ করতে পারে। বিজিবির লেদা বিওপির একটি বিশেষ টহলদল সেখানে গিয়ে তিন ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে চ্যালেঞ্জ করে।


ইয়াবা কারবারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই একটি ব্যাগ ফেলে অন্ধকারে পাশের গ্রামে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগটি থেকে ৩৯ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা।


উদ্ধার ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com