শিরোনাম
রায়পুর পৌরসভাকে যানজট মুক্ত করতে ওসির নতুন পরিকল্পনা
প্রকাশ : ২২ জুলাই ২০২০, ০৯:২১
রায়পুর পৌরসভাকে যানজট মুক্ত করতে ওসির নতুন পরিকল্পনা
রায়পুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রায়পুর পৌরসভার দীর্ঘ দিনের সমস্যা যানজট, যা রায়পুরবাসীর ভোগান্তিগুলোর মধ্যে অন্যতম। এ সমস্যা সমাধানে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে রায়পুর থানার ৩৪তম ওসি আবদুল জলিল। মঙ্গলাবার (২১ জুলাই) রাতে তিনি এ পরিকল্পনার কথা জানান।


নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে ওসি আবদুল জলিল জানান, রায়পুর পৌরসভার যানজট নিরসনে রাস্তার পাশে বিশেষ সীমানা দিয়ে রিকশা চলাচলের জন্য আলাদা লেন করে দেয়া হবে। রাস্তার পাশে রিকশা, ভ্যান কিংবা অটোরিকশা দাঁড়াতে পারবে না। এতে করে রিকশা-ভ্যান চলাচলে সৃঙ্খলা ফিরে আসবে। মূল সড়ক দিয়ে নির্ভিঘ্নে চলাচল করতে পারবে অন্যান্য যানবাহন।


ওসি আবদুল জলিল আরো জানান, পৌরসভার মধ্যে সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে পন্য লোড-আনলোড/উঠা-নামা করা যাবে না। বিষয়টি বাস্তবায়নের জন্য পৌরসভার সাথে সমন্বয় করা হবে। ভ্রাম্যমান দোকানগুলোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।


বিবার্তা/আবদুল করিম/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com